গাইবান্ধা ও মুন্সীগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
 - / ১৫৫১ বার পড়া হয়েছে
 
গাইবান্ধা ও মুন্সীগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধা কুপতলা থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গার নিজ ঘরের বাথরুমে ওড়নায় পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র জানায়, গেলরাতে সেহেরী খেয়ে ঘুমাতে যায় আজেনা বেগম। সকালে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
মুন্সীগঞ্জে নিখোঁজের দু’দিন পর আবু রায়হান নামে এক অটোরিকশা চালকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
																			
																		














