গণপরিবহন এবং পণ্যবাহী গাড়ি চালুর দাবিতে কর্মসূচি ঘোষণা

- আপডেট সময় : ০২:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন এবং পণ্যবাহী গাড়ি চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা দাবি আদায়ে আগামী ২ মে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ৪ মে সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এসময় সংগঠনের নেতারা বলেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এতে এই খাতের ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে তারা। যার ফলশ্রুতিতে সড়ক পরিবহন শ্রমিকরা রাস্তায় নামলে তার দায় ফেডারেশন বহন করবে না। এসময় নেতারা,স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহণ চলাচলের দাবী জানান। পাশাপশি শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদানসহ সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় চাল দেয়ার দাবিও জানানো হয়।