হেফাজত নেতা মুফতি হারুন ইজহার গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
সরকারি প্রতিষ্ঠানে হামলা ও নাশকতার মামলায় হেফাজতে ইসলামের মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করেছে রেব।
বুধবার মধ্যরাতে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে গ্রেফতার হন হারুন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার উস্কানী দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কয়েক বছর আগে লালখান বাজার মাদ্রাসায় বোমা তৈরীর সময় বিস্ফোরণে তিন জন নিহত হওয়ার মামলাসহ বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে মুফতি হারুণ ইজহারের বিরুদ্ধে। মুফতি হারুন ইজাহার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।