কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বরিশালে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
করোনা কালীন সময়ে জনসাধারণকে কোন প্রকার দুশ্চিন্তা না করার আহবান জানিয়ে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, উপজেলার করোনা আক্রান্ত রোগীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো পুষ্টিকর খাদ্য ও ঔষধ পৌঁছে দেন।
জামালপুরে লকডাউনে কর্মহীন অসহায়, হিজরা, গৃহকর্মীসহ প্রায় ৬শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভায় ৪৫ হাজার ভোটারের মাঝে মাত্র ৭শ’ ৫০ জনকে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
ঝিনাইদহে কর্মহীন ও অসহায় ২ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে। চাল ও নগদ টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর মানবিক তহবিল থেকে আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
নওগাঁয় কর্মহীন ৩শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিত সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
সাতক্ষীরায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও কর্মহীন দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
























