দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের কারণে সারাদেশে তাপদাহ অনুভূত হচ্ছে

- আপডেট সময় : ০১:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের কারণে সারাদেশে তাপদাহ অনুভূত হচ্ছে। সারাদেশে আজও মাঝারী তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া সাধারণ শুষ্ক থাকবে বলে জানা গেছে অধিদপ্তরের দেয়া দৈনিক আবহাওয়া বার্তায়। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪১.৪ ডিগ্রী সেলসিয়াস। দেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যশোরে, ৪২ দশমিক ৪ ডিগ্রী সেলসিলাস। গত কয়েকদিনে যশোরে তীব্র গরমে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। আর ২১ দশমিক ৮ ডিগ্রী সেলসিলাস তাপমাত্রা থাকবে শ্রীমঙ্গলে।যা সর্বনিম্ন। এদিকে, বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। আগামী ৫ দিনের আগাম আবহাওয়া খবরে অধিদপ্তর বলছে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনায় দিনের তাপমাত্রা কমে আসতে পারে।