১৪ দিনের জন্য স্থলবন্দরগুলোর ইমিগ্রেশন বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ভারতে করোনার পরিস্থিতি ভয়ানক রূপ নেয়ায় দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণায় সকাল থেকে স্থলবন্দরগুলোর ইমিগ্রেশন বন্ধ রয়েছে।
সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি বিশ্বজিৎ সরকার জানান, সকাল ৬টা থেকে আগামী ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পণ্য পরিবহনকারী যানবাহন বাংলাদেশে প্রবেশের পূর্বে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হবে। চালক ও হেলপারের কোভিড-১৯ নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরার ভোমরা স্থলপথে মানুষের চলাচল বন্ধ থাকলেও শুধু মাত্র আমদানী-রপ্তানী কার্যক্রম চলবে।