হেফাজত নেতা মুফতি জাকারিয়া গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় জড়িতের অভিযোগে সংগঠনটির জেলা কমিটির সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রইছ উদ্দিন জানান, রাতে জেলা পুলিশের বিশেষ একটি আভিযানিক দল জাকারিয়াকে গ্রেফতার করে। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চালানো সহিংসতার ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আরো ৯ জন হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত ৫৫ টি মামলায় মোট ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় সহিংসতার ঘটনায় এই প্রথম হেফাজতের কোনো পদধারী নেতাকে গ্রেফতার করল পুলিশ।























