ইংলিশ লিগ কাপের ফাইনাল আজ
- আপডেট সময় : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইংলিশ লিগ কাপের ফাইনাল আজ। মুখোমুখি দুই হেভিওয়েট– ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে দু’দলের মহারণ।
টানা চতুর্থ লিগ কাপ শিরোপার অপেক্ষায় সিটিজেনরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ইনজুরি কাটিয়ে ফিরছেন সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনা। ৮ ফাইনাল খেলে ৭টিতেই সাফল্য পেয়েছে ম্যান সিটি। আরও একটি ঘরে তুলতে পারলে ছুঁয়ে ফেলবে সর্বোচ্চ ৮ ট্রফিজয়ী লিভারপুলের রেকর্ড। অন্যদিকে, টটেনহামও খেলেছে ৮ ফাইনাল। সাফল্য ৪টিতে। স্পার্সের সাথে জোসে মরিনিওর যে ১৭ মাসের সম্পর্ক ছিল, তার সর্বোচ্চ প্রাপ্তি এই লিগ কাপ ফাইনাল। তবে, বরখাস্ত হওয়ায় পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে ছাড়াই নামতে হচ্ছে মৌসুমের একমাত্র শিরোপা লড়াইয়ে। কারণ বাকিগুলোর স্বপ্ন আগেই শেষ। ওয়েম্বলির বড় পরীক্ষায় অন্তর্বর্তী কোচ রায়ান মেসনের দুশ্চিন্তা, ইনজুরি আক্রান্ত হ্যারি কেনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
























