শপিংমল ও দোকানপাটে ক্রেতা সমাগম হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা
- আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
লকডাউনের মাঝে শপিংমল ও দোকানপাট খোলায় ক্রেতা সমাগম শুরু হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। তবে আগামী সপ্তাহে বেতন-বোনাস পেলেই কেনাকাটা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। এদিকে করোনার বিধিনিষেধ মানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মধ্যে।
ঈদুল ফিতর সামনে রেখে চলমান লকডাউনে ব্যবসায়ীদের দাবির মুখে গেল শুক্রবার–ঢাকাসহ সারাদেশের শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয় সরকার—প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে কেনাকাটা চলবে বিকেল ৫টা পর্যন্ত।’
প্রথম দিনে দোকানীরা ফুটপাতে রং-বেরংয়ের জামা কাপড়ের পসরা সাজালেও তেমন দেখা মিলেনি ক্রেতাদের।
যারা আসছেন, তারা রয়েছেন কঠোর সতর্কতায়।
এদিকে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ মেনে শপিংমলের প্রবেশ দ্বারে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
ক্রেতার সংখ্যা অনেকটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে উপস্থিতি। তবে গণপরিবহণ বন্ধ থাকায় ক্রেতাশূণ্য দোকানপাট।
পরিবারে সঙ্গে কেনাকাটা করতে এসে অনুভূতির কথা জানায় এই শিশুটি।
করোনাকে উপেক্ষা করে মার্কেট খুলে দেয়ায় ঈদের কেনাকাটায় উচ্ছাসিত অনেক ক্রেতা। তারপরও স্বাস্থ্যবিধি মানাতে জোর দেন তারা।
শুধু ক্রেতাই নয়, বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান কর্তৃপক্ষ।
এছাড়া সড়কে যানবহনের পাশাপাশি জনসাধারণের উপস্থিতি ছিল বরাবরের মতোই।
























