ব্রাহ্মণবাড়িয়ায় গুজব ছড়িয়ে সহিংতা চালানোর অভিযোগে ২ ইমাম গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে সহিংতা চালানোর অভিযোগে ২ ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু’টিসহ মোট ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায় আরো একটি মামলা করা হয়। গেলরাতে আলাদা অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ওই ২ জন ছাড়াও গেল ২৪ ঘণ্টায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জন।























