খাগড়াছড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ৪টি কাঠের ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ আটক করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গার জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহম্মদ মোহসীন হাসানের নেতৃত্বে সেনা সদস্যরা শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ আটক করে। অভিযোগ রয়েছে, বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজাড় করে প্রতিনিয়ত দেশের ভেতরে এসব কাঠ পাচার করে আসছে। এমন সংবাদে শনিবার গভীর রাতে বাইল্যাছড়ি, নতুনপাড়া, সাপমারা ও আদর্শগ্রাম এলাকায় কাঠের ৪টি ডিপোতে অভিযান চালিয়ে ৪ হাজার ৬শ’ ৩৫ সিএফটি সেগুন কাঠ জব্দ করে। যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
























