নিশ্চিত ড্র-য়ের পথে ক্যান্ডি টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নিশ্চিত ড্র-য়ের পথে ক্যান্ডি টেস্ট। পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংস ব্যাট করছে বাংলাদেশ/ ৮ উইকেটে ৬৪৮ প্রথম ইনিংস ঘোষণা শ্রীলংকার।
ক্যান্ডি টেস্টের অবশেষ তাসকিন বীরত্বে ভাঙ্গলো করুণারত্নে-ডি সিলভার ম্যারাথন জুটি। যদিও নিশ্চিত ড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট। পঞ্চম দিনেও ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ৬৪৮ রান।
৩ উইকেটে ৫১২ রান নিয়ে দিন শুরু করে লঙ্কানরা। ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু আনেন তাসকিন আহমেদ। ১৬৬ রান করেন ধনঞ্জয়া। ভাঙে ৩৪৫ রানের জুটি। এরপর ডাবল সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেও টিকতে পারেননি। তাসকিনের বলে পুল করতে গিয়ে শান্তর হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান অধিনায়ক। ২৪৪ রান করেন করুণারত্নে। আর নিসানকাকে আউট করেন ইবাদত হোসেন। ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো বাংলাদেশ।
























