টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে সারাদেশে দোকানপাট ও শপিংমল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে সারাদেশে দোকানপাট ও শপিংমল। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেই এ সিদ্ধান্ত সরকারের।
সরকারের নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেচাকেনা করা যাবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েই দোকান খুলেছেন মালিকরা। সোমবার থেকে শতভাগ সরকারী নির্দেশনা মেনেই দোকান ও শপিংমলে ক্রয়-বিক্রয় চলবে বলে আশা করছেন মালিক সমিতির নেতারা। তবে চলমান লকডাউনে জরুরি সেবা ছাড়া বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস ও গণপরিবহনও। বিধিনিষেধ চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এর পরদিন থেকে গণপরিবহন ও রেল চলবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।