ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দিমুথ করুণারত্নের সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলংকা। চতুর্থ দিন প্রথম ইনিংসে ব্যাট করছে লঙ্কানরা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬১ রান।
৩ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করে শ্রীলংকা। টাইগার বোলারদের নিরুত্তাপ বোলিংয়ের বিপরীতে দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে, এদিনও ভালো শুরু পায় লঙ্কানরা। চতুর্থ উইকেটে শত রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। আগের দিনের ৮৫ রানের ইনিংসকে সেঞ্চুরিতে পূর্নতা দিয়েছেন করুণারত্নে। যা টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক লঙ্কান অধিনায়কের। অন্যপ্রান্তে ক্যারিয়ারের নবম অর্ধশতকের সঙ্গী ডি সিলভা। এর আগে, তৃতীয় দিন ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ৩১২ রানে পিছিয়ে থেকে দিন করে শ্রীলংকা।
























