মরদেহ উদ্ধারের ১৪ দিন পর মস্তক উদ্ধার করেছে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে মস্তকবিহীন দগ্ধ দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ১৪ দিন পর তাদের মস্তক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আসলামপুর ইউনিয়নের ফরাজি বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে মস্তক দুটি উদ্ধার করা হয়। ওই দুই ব্যক্তি হলেন চরফ্যাশনের উপেন্দ্র কিশোর সরকারের দুই ছেলে তপন সরকার ও দুলাল সরকার। জমি বেচা-কেনার জেরে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত ৮ এপ্রিল মস্তকবিহীন দগ্ধ দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার মামলার সূত্রধরে তদন্তের এক পর্যায়ে পুলিশ আসলামপুর ইউনিয়নের ফরাজি বাড়ির মহিবুল্লার ঘরের পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মস্তক দুইটি উদ্ধার করে।এ ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।