জিম্বাবুয়ে গিয়েও অব্যাহত পাকিস্তানের সাফল্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ে গিয়েও অব্যাহত পাকিস্তানের সাফল্য। তিন ম্যাচ সিরিজের প্রথম টি টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ১১ রানে হারিয়েছে বাবর আজমের দল।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৯ রান করে পাকিস্তান। অপরাজিত থেকে ম্যাচ সেরা মোহাম্মদ রিজওয়ান একাই করেছেন ৮২ রান। বাবর আজম ২ ও ফখর জামানের অবদান ১৩। দুটি করে উইকেট নিয়েছেন উইসলি মাধভারে ও লুক জঙ্গি। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন করেন সর্বোচ্চ ৩৪ রান। ত্রিশে অপরাজিত ছিলেন জঙ্গি। উসমান কাদির তিনটি এবং মোহাম্মদ হাসনাইন নিয়েছেন দুই উইকেট। শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় টি টুয়েন্টি অনুষ্ঠিত হবে দু’দল।
























