কঠোর বিধিনিষেধের টানা ৯ম দিন চলছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের টানা ৯ম দিন চলছে আজ। তবে তৃতীয় দফা লকডাউনের প্রথম দিনে রাজধানীর সড়কে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি বেড়েছে সিএনজি অটোরিক্সা।
সকালের দিকে চেকপোস্টগুলোতে পুলিশের তল্লাশি না থাকায় অবাধে চলতে দেখা গেছে যানবাহন। জরুরি সেবা খাত বিশেষ করে স্বাস্থ্য, খাদ্য উৎপাদন ও সরবরাহ এবং ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বিধিনিষেধের কারণে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কিছুটা কম। সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম।