১৯৬৯ সালের পর প্রথমবারের মত এফএ কাপের ফাইনালে উঠলো লেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১৯৬৯ সালের পর প্রথমবারের মত এফএ কাপের ফাইনালে উঠলো লেস্টার সিটি। সেমিফাইনালে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ফক্সরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ছিলো লেস্টার সিটির। তবে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধের শুরুতে কেলেচি ইহান্যাচোর গোলটিই ছিল লেস্টারের জন্য জয়সূচক গোল। সব কম্পিটিশন মিলিয়ে মৌসুমে ১৫ গোল এ নাইজেরিয়ান ফরোয়ার্ডের। ফলে ৫২ বছরের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে শিরোপার মঞ্চে পা রাখলো চার বার ফাইনাল খেলেও কখনো এফএ কাপ না জেতা ক্লাবটি।এছাড়া ২০০০ সালের পর প্রথমবারের মত কোন আসরের ফাইনালে উঠলো ফক্সরা। সেবার লিগ কাপ ঘরে তুলেছিলো ক্লাবটি। ১৫ মে এফএ কাপের ফাইনালে লেস্টারের প্রতিপক্ষ চেলসি।
























