মহাখালীর বাস টার্মিনালে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার মহাখালীর বাস টার্মিনালে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।
সকালে স্বাস্থ্যবিধি মেনে ১২শ’ শ্রমিকের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, চলমান এ লকডাউনে অন্যরা যে কোন উপায়ে দিন পার করছে। কিন্তু গাড়ির চাকা না ঘুরলে শ্রমিকের পেটে আহার জোটে না। এজন্য সকল পরিবহণ মালিককে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুর রহমান হিরুসহ অনেকে।