এবারও ১৭ এপ্রিল মুজিব নগর দিবস সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনার কারণে এবারও ১৭ এপ্রিল মুজিব নগর দিবস সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করবে মেহেরপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানিয়েছেন, দিনটি উপলক্ষ্যে ওই দিন সকাল ৬টায় মুজিবনগর পুলিশের আয়োজনে ৩১বার তোপ ধ্বনি অনুষ্ঠিত হবে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের পক্ষে মুজিব নগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জেলা প্রশাসক ড: মুনসুর আলম খাঁন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এরপর শ্রদ্ধা জানাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সন্ধ্যায় মুজিব নগরে বর্ণিল আঁতশ বাজির আয়োজন করা হয়েছে।

















