সেহরি খাওয়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- আপডেট সময় : ০৫:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পিরোজপুরে সেহরি খাওয়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এছাড়া নেত্রকোনার বারহাট্টায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পিরোজপুর সদর উপজেলায় বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর ছোট ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।ভোররাতে উপজেলার রানীপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কেরামত আলী ও তার ছোট ভাই মোহাম্মদ আলী সেহেরি খাওয়ার সময় তর্ক-বিতর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে কেরামতের গলায় ও বুকে আঘাত করে মোহাম্মদ আলী। পরে স্বজনরা কেরামত আলীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে মোহাম্মদ আলী থানায় হাজির হয়ে বড় ভাইকে হত্যার কথা স্বীকার করে।
নেত্রকোনার বারহাট্টায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে এ হত্যাকান্ড ঘটে। পুলিশ জানায়, নিহত রুবেল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহজাহানের জমি নিয়ে বিরোধ চলছিলো। রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত রুবেলকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, কুষ্টিয়া শহরতলীর মোল্লা তেঘরিয়া থেকে মাটিচাপা অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী পলাতক রয়েছে।























