নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও কমেছে খেজুরের দাম
- আপডেট সময় : ০৫:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও, কমেছে খেজুরের দাম। গত বছরের চেয়ে অন্তত: ২৫ শতাংশ দাম কমেছে। চাহিদার চেয়ে আমদানি বেশি হওয়ায় এবার দাম কম বলে জানায় সংশ্লিষ্টরা।
রোজায় ইফতারের অন্যতম উপাদান খেজুর আসছে ইরাক, সৌদি আরব আর দুবাই থেকে। গত বছর পাইকারি এক’শ টাকা কেজি দরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ইরাকের জিহাদী খেজুর। সেটা এবার ষাট টাকা কেজি। দুবাইয়ের লুলু খেজুর ১০ কেজির কার্টন ছিল দু’ হাজার টাকা। এবার সেটা ১৬’শ টাকা। এছাড়া, অনেক কমেছে উচ্চমানের আজুয়া, মরিয়ম, আম্বার, সাফারি খেজুরের দাম।
আমদানিকারকদের মতে, করোনায় হজ ও ওমরাহ সীমিত থাকায় আরবেই খেজুরের দাম কম। এছাড়া, প্রচুর আমদানি হওয়ায় সারাদেশে পর্যাপ্ত খেজুর আছে।
এবার রমজানে খেজুরের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানায়, ফল ব্যবসায়ী সমিতি।
রমজানে দেশে খেজুরের চাহিদা প্রায় ৪০ হাজার টন। আমদানি হয়েছে প্রায় ৫০ হাজার টন। বগুড়ার আমদানিকারকরাই সরবরাহ করছে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায়।
























