গাইবান্ধা সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
 - / ১৬১৯ বার পড়া হয়েছে
 
গাইবান্ধা সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে।
সন্তান সম্ভাবা মিম ইসলামের ব্যাথা উঠলে এক পল্লী চিকিৎসকের পরামর্শে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার সিজার করার পরামর্শ দেয়। ডাক্তার ‘এবি’ পজিটিভ রক্ত জোগাড় করতে বলে-মিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মিমের পরিবার সন্ধানী ডোনার ক্লাব থেকে দুই ব্যাগ রক্ত নিয়ে এসে ডাক্তারের হাতে তুলে দেন। রক্তের গ্রুপ ও ক্রস মেচিং না করে মিমের শরীরে পুস করার পর সে মারা যায়। পরে রোগীর স্বজনরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
																			
																		















