জামালপুরে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জামালপুরে অসহায় ও অস্বচ্ছল ৫৩জন ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৯ লাখ ৮০হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সকালে জামালপুর সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফ্ফর হোসেন তার নিজ বাসভবনে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এই চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, পৌরসভার কাউন্সিলর ফজলুল হক।
এদিকে, নোয়াখালীতে পবিত্র রমজান উপলক্ষে দূরপাল্লার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল। সকালে পৌরসভা কার্যালয়ে তিন শতাধিক শ্রমিককের মাঝে চাল, ডাল, আলু, তৈলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।