দারুণ জয়ে আসর শুরু করল কলকাতা নাইট রাইডার্স

- আপডেট সময় : ০২:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দারুণ জয়ে আসর শুরু করল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারাল কেকেআর। এদিকে, সাকিবকে নিয়েই শুরু হয় কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপার মিশন।
ব্যাটিংয়ে শেষ দিকে সুযোগ পেয়ে ৩ রান করেন সাকিব। আর বল হাতে চার ওভারে ৩৪ রান দিয়ে নেন এক উইকেট। নিতিশ রানা ও শুভমান গিলের ওপেনিং জুটি ভালো সূচনা এনে দেন নাইটদের। পাওয়ার প্লেতে আসে ৫০ রান। তবে আক্রমণে এসে প্রথম ওভারেই গিলকে আউট করেন আফগান লেগি রশিদ খান। এরপর চিদাম্বরমে ঝড় তোলেন নিতিশ রানা ও রাহুল ত্রিপাঠি। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৯৩ রানের জুটি। ফিফটিতে কেকেআর এগোতে থাকে দলীয় ২০০ রানের পথে। শেষ দিকে আগ্রাসী খেলেন দিনেশ কার্তিক। ৯ বলে ২২ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাকিব ব্যাটিংয়ে নামলেও পাঁচ বলে ৩ রান করেন। কেকেআর পায় ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সানরাইজার্স। একবার জীবন পাওয়া ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ওভারে আউট হন ৩ রানে। আক্রমণে এসেই নিজের জাত চেনান সাকিব আল হাসান। ১০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। ইনিংস থামে ১৭৭ রানে। একই ভেন্যুতে মঙ্গলবার আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।