দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশে করোনায় প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। একদিনে আবারো সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু ৯ হাজার ৭৩৯ জনের। এরমধ্যে ৫৩ জন পুরুষ, নারী ২৫ জন। মৃতদের ৪৭ জনই ঢাকা বিভাগের।
বিকেলে অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪৮টি পরীক্ষাগারে ২৯ হাজার ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে, আর পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। তাতে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮১৯ জনের। দেশে এ পর্যন্ত ৬লাখ ৮৪হাজার ৭৫৬জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। মৃত্যুর হার ১.৪২ শতাংশ।