লকডাউনকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সম্ভাব্য লকডাউনকে কেন্দ্র করে দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখী মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
সকাল থেকে ঘাট এলাকায় ঢাকা মুখী যাত্রীদের বেশি উপস্থিতি থাকলেও দুপুর ১টার থেকে দক্ষিণবঙ্গগামী ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। গণপরিবহন এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় যাত্রীরা নদী পারাপার করছে ফেরিযোগে।ট্রলারযোগেও যাত্রীদের পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। এদিকে, ঘাট এলাকায় তিনশতাধিক ব্যাক্তিগত ও শতাধিক পণ্যবাহী যানবাহন অবস্থান করছে।যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে বলে জানায় বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।