বন্ধুর ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজশাহীতে বন্ধুর উপর্যপুরি ছুরিকাঘাতে এক আনসার সদস্যকে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে মহানগরীর হেতেমখাঁ বিদ্যুৎ ভবন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিজানুর রহমান টাঙ্গাইলের সখিপুর ব্যাটেলিয়নের আনসার সদস্য ও আনসার হ্যান্ডবল টিমের কোচ ছিলেন। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত মাধব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আনসার সদস্য মিজানুর রহমান ছুটিতে রাজশাহীতে এসেছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন তিনি। এসময় মোবাইল ফোনের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বন্ধু মাধব সরকার উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে মিজানুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।