বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান ওবায়দুল কাদেরের

- আপডেট সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
করোনা নিয়ে রাজনীতি না করে, বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। সকালে বাসভবনে থেকে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেয়ার তাগিদ দেন তিনি ।
সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচার করছে এবং গুজব ছড়িয়ে উস্কানি দিচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, সবকিছু নিয়ে রাজনীতি করা এবং সরকারকে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে এবং এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উস্কানি দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উস্কানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। মানুষের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষায় সরকার সচেষ্ট জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই সংকটকালে জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করা আসলে সংক্রমণ রোধকে বাধাগ্রস্ত করা।