আজো দ্বিতীয় দিনের মতো ৮ ঘন্টার জন্য খোলা রয়েছে দেশের সব মার্কেট ও শপিংমল
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আজো দ্বিতীয় দিনের মতো ৮ ঘন্টার জন্য খোলা রয়েছে ঢাকাসহ দেশের সব মার্কেট ও শপিংমল। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে সরকারী নির্দেশনা রয়েছে। এদিকে, কাল শেষ হচ্ছে প্রথম দফা ঘোষিত লকডাউন।
১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। তবে ব্যবসায়ীদের দাবি, ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে পুরো রমজান মাস জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দিতে হবে। আর শপিংমলের ব্যবসায়ীরা চাইছেন, সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। করোনার উর্ধ্বগতি ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে দেয়া হবে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা। এ সময় জরুরি সেবা ছাড়া, অফিস-আদালত-কলকারখানা সবকিছুই বন্ধ থাকবে। প্রথম দফা লকডাউনে জনগণের অবহেলা ও উদাসীনতা দেখে জনস্বার্থেই সর্বাত্মক লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।





















