রোজার আগেই ঢাকার বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা
- আপডেট সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
রোজার আগেই রাজধানী ঢাকার বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। লকডাউনের অজুহাতে বেড়েছে নতুন ওঠা সব্জির দাম। মাছ-মাংসের দাম যেমন বাড়তি তেমনি মান এবং ওজন নিয়েও ক্রেতাদের মাঝে রয়েছে চরম অসন্তোষ। পাশাপাশি অস্বাভাবিক হারে বেড়েছে মুরগীর দাম।
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষের কথা জানান এই ক্রেতা। বলছেন, লকডাউন ও রমজান ইস্যুতে বেড়েছে সব ধরণের সব্জির দাম।
সব্জির দাম তুলে ধরেন বিক্রেতারা। কমেছে সব ধরণের চালের দাম। মিনিকেট ৬২ টাকা থেকে ২ টাকা কমে ৬০ টাকায় নাজিস শাইল ৬২, মোটা চাল ৪০,আটাশ ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছ, মাংস ও মশলার বাজার স্থিতিশীল রয়েছে। অস্বাভাবিকহারে বেড়েছে দেশীয় মুরগীর দাম। পণ্য দ্রব্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ক্ষোভের কথা জানালেন ক্রেতারা।
এদিকে, রমজানকে সামনে রেখে ইফতারির বাজারও সহনীয় পর্যায়ে। প্রকারভেদে খেজুরের দাম কেজি প্রতি ২৫০ টাকা থেকে শুরু করে ১২শ’টাকায় বিক্রি হচ্ছে। মরিয়ম এবং আজোয়া খেজুর ৬শ’ থেকে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে।
কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া ছোলা এখন ৬৫ থেকে ৭০ টাকা। খেসারীও কেজি প্রতি ৭০টাকায় বিক্রি হচ্ছে। বুটের ডালের বেশন ১২০টাকা আর অ্যাংকরের বেশন ৭০টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। রমজান ও লকডাউনে পন্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকার কথাও জানিয়েছেন বিক্রেতারা।আপস


























