শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
গাজীপুরের গাছা থানায় কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব। এরই মধ্যে আটক মাদানীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
দুপুরে তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে গাছা থানা পুলিশ। বুধবার সকালে নেত্রকোণার গ্রামের বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে রেব। হেফাজত নেতা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ ওয়াজের নামে অন্য ধর্ম, নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৫শে মার্চ শাপলা চত্ব্বর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।























