বিএনপি এখন হেফাজতের উপর ভর করেছেঃ ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হেফাজতের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি আরো বলেন, করোনা মহামারীর এ সময়ে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শীবের গীত গাইছেন বলে ব্যক্ত করেন তিনি। বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে-অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, করোনার এই পরিস্থিতি নিয়েও নির্লজ্জ রাজনীতি করছে তারা।করোনার সংক্রমণ রোধে আবারও সকলকে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ওবায়দুল কাদের।