ইয়াবা পাচারে অন্যতম রুট হিসেবে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা

- আপডেট সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নিত্য নতুন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারে অন্যতম রুট হিসেবে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। পাচারকারীদের নতুন ও ঝুঁকিপূর্ণ কৌশল দেখে হতবাক আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩মাসে অন্তত ৫কোটি টাকার মাদক উদ্ধার করেছে রেব। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে লবনের ট্রাকে করে ইয়াবার একটি চালান ঢাকায় যাওয়ার খবর জেনে যায় র্যারব। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে, শেষ রাতের দিকে দুই মাদক ব্যবসায়ীসহ ট্রাকটি আটক করে তারা।
মাদক পরিবহনের কথা অস্বীকার করে আটক দুই মাদক ব্যবসায়ী। দীর্ঘ তল্লাশির পর, ট্রাকের কেবিনের ছাদ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান ইয়াবা। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৭৫টি অভিযানে, শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক ও অন্তত পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান, এই কর্মকর্তা। মাদক নিয়ন্ত্রনে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন সাধারন মানুষ।