নৌ-রুট দিয়ে পার হতে পারেনি জরুরি পরিসেবার যানবাহনসহ কোনো পণ্যবাহী ট্রাক

- আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
লকডাউনের দ্বিতীয় দিনেও, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুট দিয়ে পার হতে পারেনি জরুরি পরিসেবার যানবাহনসহ কোনো পণ্যবাহী ট্রাক। যানবাহন চালকদের অভিযোগ- তাদেরকে অগ্রধিকার না দিয়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত যান পারাপারে ব্যস্ত ফেরী কর্তৃপক্ষসহ স্থানীয় ট্রাফিক বিভাগ।
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত বছর লকডাউনেও পারাপার হয়েছে পন্যবাহী ট্রাক ও জরুরি পরিসেবার যানবাহন। কিন্ত, এবার নানা অজুহাত দেখিয়ে দীর্ঘসময় লাইনে থাকা যানগুলোকে ফেরীতে উঠতে বাধা দেয়া হচ্ছে। ফলে, প্রতিদিনিই যানজট বাড়ছে বলে অভিযোগ করে যান চালকরা।
যানবাহনের সারি ঘাট এলাকা ছাড়িয়ে প্রায় ছ’কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার কেওটচিরা পর্যন্ত গিয়ে ঠেকেছে। এখনও পারাপারের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বরং ১৬টির মধ্যে ১৪টি ফেরীই অলস বসে আছে। ছোট ফেরী দিয়ে ফরিদপুর ও কুমিল্লা ঘাট দুটি চালু রেখেছে বিআইডব্লিউটিসি। তিন দিন ধরে চরম ভোগান্তিতে আছে পারাপারের অপেক্ষায় থাকা অসংখ্য যানবাহন।