রাজশাহী লালমনিরহাট মুন্সীগঞ্জ ও সিলেটে বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
রাজশাহী, লালমনিরহাট, মুন্সীগঞ্জ ও সিলেটে বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে।
হেফাজতে ইসলামের উগ্র কর্মীদের হাতে সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে। আন্দোলনের নামে এ ধরণের নৈরাজ্য চলতে পারে না, উল্লেখ করে তারা সাংবাদিক নির্যাতনে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রেসক্লাব।
মুন্সীগঞ্জের আলোচিত ট্রিপল মার্ডারের আওলাদ হোসেন মিন্টু ও কলেজ ছাত্র ইমন পাঠান ও সাকিবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
এদিকে, সিলেটে ইউনিফর্ম না পরে পাঞ্জাবী-পাজামা পরার কারণে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষককে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।























