মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে তথ্য এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেয়ায় চট্টগ্রামের চান্দগাঁওয়ে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, গেল মঙ্গলবার পূর্ব শোলশহর এলাকায় একটি মাদককারবারিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ।এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১১ জনকে আটক করে পুলিশ।৩/৪ জন পালিয়ে যেতেও সক্ষম হয়।এই ঘটনায় এলাকায় আনন্দ মিছিলও বের করে সাধারণ মানুষ।আহত আনোয়ার সেই আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে তথ্য দেয়ার অভিযোগে পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা আনোয়ারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।























