ষাটগম্বুজ ও সুন্দরবনে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
সংক্রমণ রোধে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও সুন্দরবনে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ।
আগামি ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মৌয়াল ও জেলেরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুন্দরবন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। জেলে, মৌয়ালসহ যারা বনের মধ্যে অবস্থান করছে তাদেরও লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। এছাড়া বন্ধ থাকবে সুন্দরবনের পর্যটন স্পটগুলো।
এদিকে, বাগেরহাটেও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও এই মহামারি সংক্রমণ ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত কাজ করছে।