মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের

- আপডেট সময় : ০৬:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। উপদ্রব ঠেকাতে কার্যকরী কোন পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। মশা নিধনের জন্য ৭০টি ফগার মেশিনের ৫০টিই বিকল হয়ে পড়ে আছে। এ বিষয়ে সিটি মেয়র জানান, প্রাথমিক পর্যায়ে কিছু জায়গায় কাজ চলছে। নগরীর বিভিন্ন ড্রেন পরিষ্কার করে কাজ শুরু হবে মশা নিধনের।
অন্যান্য বছর শীতের শেষে বৃষ্টি নামলেই সিলেটে মশার উপদ্রব বেড়ে যাওয়া খুব সাধারণ চিত্র, কিন্তু এবার ঘটেছে তার ব্যতিক্রম। এবছর শীত যেতে না যেতেই মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শুধু রাতেই নয়, দিনের বেলায়ও গৃহস্থালি কাজকর্মে ব্যাঘাত ঘটছে মশার উপদ্রবে। বয়স্ক নাগরিকদের ঘরে থাকা এবং শিক্ষার্থীদের পড়ালেখায়ও এর প্রভাব পড়ছে।
নগর পিতা জানালেন মশার উপদ্রব ঠেকাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার কাজ শেষ পর্যায়ে। নগরীর ড্রেন পরিষ্কারের কাজও এগিয়েছে অনেকটাই । শেষ হলেই মশা নিধনে আরো তৎপর হবে সিটি করপোরেশন। এদিকে, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মানুষ যাতে ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা এখনই গুরুত্ব দেয়ার পরামর্শ সচেতন নাগরিকদের।