সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে জখম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের ধরে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সকালে সাভারের গেন্ডা এলাকায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর ভবনের সামনে প্রকাশ্যে তাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় শীর্ষ সন্ত্রাসী টুন্ডা আরিফ ও তার লোকজন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। এ ঘটনায় সাভার থানায় টুন্ডা আরিফের নামে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করে এনামুল কবিরের পরিবার। সাভার মডেল থানার ওসি আল আমিন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
















