গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ায় দু’জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলরাতে ফুলছড়ি উপজেলার দক্ষিন উদাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আমিনুল ইসলামের কন্যা পিংকি আক্তার ছোঁয়ার সাথে দেড় মাস আগে প্রতিবেশী রাজুর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে তা দুই পরিবার পর্যন্ত গড়ায়। গেলরাতে বাড়ির পাশে একটি ডেইরী ফার্মে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামীসহ পুরো পরিবার পলাতক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অফিয়া খাতুন নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিহতের ঘরের আঙিনার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।























