মুন্সীগঞ্জে এবার উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়েছে আলুর ফলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে এবার উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকের দাবি, এ বছর উৎপাদন খরচ বেশি হওয়ায় তেমন লাভ হবেনা। বিদেশে রফতানির সুযোগ ও সঠিক দাম নির্ধারনের দাবি জানিয়েছে তারা।
মুন্সীগঞ্জে গত বছরগুলোয় ঋণ নিয়ে আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষক। ঋণের দায়ে এলাকা ছেড়ে পালিয়েছে অনেকে। তবে, এবার জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু, বীজ-সার-কীটনাশকে খরচ বেশি হওয়ায় তেমন লাভ হবেনা বলে মনে করছে, চাষিরা।
চলতি মৌসুমে জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টরেরও বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। এসব আলু সংরক্ষনের জন্য ৭২টি হিমাগার রয়েছে বলে জানায়, কৃষি বিভাগ।
উৎপাদিত ফসলের সঠিক দাম পেলেই চাষে আগ্রহ বাড়বে মনে করে সংশ্লিষ্টরা।