পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহে টিসিবির পণ্য বিক্রি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
ডিলারদের মাধ্যমে সকাল থেকে খোলা ট্রাকে ছোলা, মশুর ডাল এবং চিনি ৫৫ টাকা কেজি দরে, পেঁয়াজ ২০ টাকা কেজি ও সয়াবিন তেল প্রতি লিটার ১শ’ টাকায় বিক্রি হচ্ছে। ময়মনসিংহ টিসিবির আঞ্চলিক প্রধান বজলুর রশীদ জানিয়েছেন, সকাল থেকে নগরীর ১০টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করছে। জেলা সদরে দু’টি ট্রাকে এবং প্রতি উপজেলায় একটি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। রমজানের দু’দিন আগে ৮০ টাকা কেজি দরে খেজুর বিক্রি শুরু হবে। এছাড়া শুক্রবার ছাড়া পুরো রমজান জুড়ে খোলা বাজারে স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলেও জানান তিনি।