ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মূল্যবান দলিলপত্র নষ্ট করা হয়েছে: ভূমিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রাষ্ট্র ও জনগণের সম্পদ এবং মূল্যবান দলিলপত্র নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সকালে ঢাকার এফডিসির মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা’ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, রেকর্ডপত্র নষ্ট করে ভূমি অফিসের আওতাভুক্ত এলাকার সাধারণ জনগণকে দীর্ঘমেয়াদী হয়রানির ও ক্ষতির সম্মুখীন করা হয়েছে। এসময় সরকারি জমি অবৈধ দখলকে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে আইন সংশোধনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই যুগোপযোগী করা হচ্ছে বলেও জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।