পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার জয়
- আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইপর্বে বেলজিয়াম ও নেদারল্যান্ডের গোল উৎসবের রাতে দুঃস্বপ্ন ভাগাভাগি করতে পারে বেলারুশ ও জিব্রাল্টার।
বিশ্বকাপ বাছাইপর্বে গত ম্যাচের ব্যর্থতা ভুলে জয় তুলে নিলো পর্তুগাল। লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদো বাহিনী। বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গ বাগিয়েছে পূর্ণ তিন পয়েন্ট। যদিও আগে গোল হজম করে পর্তুগাল। ৩০ মিনিটে রদ্রিগেসের হেডে এগিয়ে যায় লুক্সেমবার্গ। তবে, ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি অতিথিরা। খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে পর্তুগিজদের সমতায় ফেরান দিয়াগো জতা। এছাড়া ফিফা রেংকিংয়ে কেন এক নম্বরে বেলজিয়াম তা হারে হারে টের পেয়েছে বেলারুশ। স্কোয়াডে নেই এইডেন হ্যাজার্ড, রোমেলো লুকাকুরা তবুও শুরু থেকে শেষ বেলারুশের জালে গুনে গুনে আটবার বল পাঠিয়েছে বেলজিয়াম। কিং পাওয়ার থেকে কুইন ভিক্টোরিয়া গোল উৎসবের রাত। দুঃস্বপ্নের রাতটা ভাগাভাগি করে নিতেই পারে বেলারুশ ও জিব্রাল্টার। তবে, একটা সান্তনা খুঁজতেই পারে জিব্রাল্টার। বেলজিয়ামের মতো নেদারল্যান্ডসের কাছে দুই হালি গোল হজম করতে হয়নি।