বিএনপি নয়, সরকারই হেফাজতকে উস্কানি দিচ্ছে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
হেফাজতকে বিএনপি নয়, সরকারই উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশজুড়ে বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় সরকার এবং আওয়ামী পেটোয়া বাহিনী হামলা চালাচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো অভিযোগ করেন, নির্বাচিত নয় বলে বর্তমান সরকার জনপ্রতিনিধিত্ব করছে না বরং ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ন্যায় দেশকে শোষণ করছে।
২৬ শে মার্চ হত্যার প্রতিবাদের দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির নিয়ে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় দলটির মহাসচিব অভিযোগ করেন, দেশজুড়ে বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালাচ্ছে পুলিশ ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা।
দেশের উন্নয়নের পরিবর্তে সরকার জনগণকে শোষণ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু ১৮ দফা নির্দেশনা নয়, বাস্তব সম্মত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।