বরিশালে ২২ ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় বরিশালে ২২ ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় করোনা থেকে রক্ষায় সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন ভ্রাম্যমান আদালত।
করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাঙ্গামাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আর্থিক জরিমানার পাশা-পাশি জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান। একইসাথে মাইকিং করে মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগনকে উদ্বুদ্ধ করা হয়।























