নেত্রকোনায় অপহরণের দু’ বছর পরও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী
- আপডেট সময় : ০৬:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
অপহরণের দু’ বছর পরও উদ্ধার হয়নি নেত্রকোনার এক কলেজ ছাত্রী। আদালতে মামলার পর চূড়ান্ত চার্জশিট দিয়েছে পুলিশ। তবে, বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত পুনরায় মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। এদিকে, অপহৃতার কোনো খোঁজ না পেয়ে হতাশায় দিন কাটছে স্বজনদের।
নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী নাসিমা আক্তারের বাড়ি সদর উপজেলাতেই। ২০১৯ এর ১২ জুন কলেজের ক্লাস শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল সে। সন্ধ্যা ছ’টার দিকে কলেজের সামনে থেকে অপহৃত হয় নাসিমা।এরপর কোনো খোঁজ না পেয়ে, বোনজামাই বাদি হয়ে থানায় অভিযোগ করেন। সেখানে কোনো অগ্রগতি না হওয়ায়, আদালতে মামলা করেন। কিন্তু, এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি নাসিমার। এ ঘটনায় শোকে কাতর তার পরিবার।
নাসিমাকে উদ্ধারের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে, এলাকাবাসী। নাসিমার সঙ্গে কলেজে আসা-যাওয়া করত পূর্বধলার নোয়াপাড়ার রাজিব। তাকে আসামী করে আদালতে মামলা হয়। কোনো সাক্ষী না পেয়ে তার অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ।
দায়িত্ব পাওয়ার পর মামলাটি পুনরায় তদন্ত করছে পিবিআই।























