জনবল কম থাকায় ব্যাহত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

- আপডেট সময় : ০৫:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়েছেন অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠী। বিশেষজ্ঞ চিকিসৎক না পেয়ে বাধ্য হয়েই যেতে হচ্ছে প্রাইভেট হাসপাতালে। এই সুযোগ কাজে লাগাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতাল ও দালালরা।
সকাল থেকেই রোগীদের ভিড় বাড়তে থাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে আবারো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্খিত চিকিৎসকের কাছে পৌঁছতে। চিকিৎসক সংকট হলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় রোগীরা আরো অসুস্থ্য হয়ে পড়ে।চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ বিভিন্ন সেক্টরে জনবল কম থাকায় হুমকির মুখে এখানকার চিকিৎসাসেবা। ৩১ চিকিৎসকের মধ্যে শূন্য রয়েছে ১৮টি পদ। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কাছেই গড়ে উঠা প্রাইভেট হাসপাতালগুলো। দ্রুত এই সমস্যার সমাধান চায় স্থানীয়রা।
তবে, চিকিৎসক সংকট নেই বলে দাবি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।সিভিল সার্জন জানান, শুন্য পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।হাসাপাতালের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসক সংকটসহ সব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী।