সহসাই মুক্তি মিলছে না হাজী সেলিম পুত্র ইরফানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সহসাই কারাগার থেকে মুক্তি মিলছে না ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় সেলিমকে দেয়া হাইকোর্টের জামিন রোববার ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত।
আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আজ এ আদেশ দেন। একই সঙ্গে ৪ সপ্তাহ পর বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায় চেম্বার আদালত। গত বছরের ২৬ অক্টোবর ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলার পর ইরফান সেলিমকে তার বাসা থেকে আটক করে রেব। পরে ইরফানের আবেদনের শুনানি নিয়ে গত ১৮ মার্চ তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। উচ্চ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে গত ২৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।























